নিজস্ব প্রতিবেদক: সুফিয়ান চিশতি বক্সিং (এসসিবি) ক্লাবের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষ্যে উন্মুক্ত বক্সিং প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তেরখাদিয়ায় আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজ প্রাঙ্গণে রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্মুক্ত বক্সিং প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এ উন্মুক্ত বক্সিং প্রশিক্ষণ ক্যাম্প চলবে। ৬ হতে ১৮ বছর বয়সী ১শ ৪জন ছেলে মেয়ে এ উন্মুক্ত বক্সিং প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করছে।
মাদক থেকে দুরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নাই। ক্রীড়ার মাধ্যমেই শারিরীক সুস্থতা ও মানসিক বিকাশ ঘটে থাকে। এজন্য নিয়মিত ক্রীড়া অনুশীলন করতে হবে। বক্সিং একটি আত্মরক্ষামূলক খেলা। রাজশাহীর ক্রীড়াঙ্গণে বক্সিং এর রয়েছে অনেক সাফল্য। তৃণমূল পর্যায়ে বক্সিং এর মান উন্নয়নে এ ধরণের আয়োজন করায় ক্লাবের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।
সুফিয়ান চিশতি বক্সিং ক্লাবের সভাপতি শফিউল আজম মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম।
সুফিয়ান চিশতি বক্সিং (এসসিবি) ক্লাবের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বক্সিং রেফারি রকিবুল হক তুহিন, নাইমুল হুদা সুমন, খাইরুল ইসলাম, রাকিবুর রহমান, এসসিবি বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জামিল আকতার, মডার্ন বক্সিং ক্লাবের জুনিয়র প্রশিক্ষক মোঃ হাফিজ, জাতীয় বক্সার আরিফ, জনি, রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।