বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষের পথে। কাতালান ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন তারকা চুক্তি নবায়ন করবেন কি না সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি এখনো। তাই প্রায়ই মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে।
মেসিকে পেতে আগ্রহী ক্লাবগুলোর মধ্যে সবার আগে আসছে প্যারিসের ক্লাব পিএসজির নাম। শেষ পর্যন্ত যদি ফরাসি ক্লাবটি মেসিকে দলে ভেড়াতে পারে তাহলে সেটা দারুণ ব্যাপার হবে বলে মনে করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
জাতীয় দলের হয়ে অনেক ম্যাচে এক সঙ্গে খেলেছেন মেসি ও ডি মারিয়া। আর্জেন্টিনায় এই জুটিতে সাফল্য এসেছে বেশ। তাই জাতীয় দলের সতীর্থকে ক্লাবে পেতে মুখিয়ে আছেন ডি মারিয়া। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বিইন স্পোর্সকে ডি মারিয়া বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে, যা আমি দেখেছি, তাতে আমার মনে হয়েছে লিও অন্য জগতের। তার মতো খেলোয়াড়কে দলে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।’
তবে ব্যাপারটি নিয়ে খুব বেশি কথা বলতে চাননি পিএসজি তারকা। সংক্ষেপে বলেন, ‘সে বার্সেলোনার খেলোয়াড়। সেখানে একটি চুক্তি রয়েছে। এটা শেষ হলে, আমরা দেখব। আমি তার সঙ্গে অনেক কথা বলেছি এবং সবসময়ই বলি যে মূল বিষয়টা হলো তার সুখে থাকা এবং তার পরিবারের। এরচেয়ে বেশি কিছু বলা খুব কঠিন।’