
২৮ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণত সম্পাদক মোঃ রবিউল ইসলাম (রবি)।
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপঅধ্যক্ষ আনারুল ইসলাম, কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসার সভাপতি মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি মহোদয়ের ব্যাক্তিগত তহবিল থেকে নামোটিকরী আলিম মাদ্রাসার প্রধান গেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হলো।
অনুষ্ঠানে এলাকার গন্যমাণ্য ব্যক্তি, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।