মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় ২১ শে নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১.০০ টার সময় হলরুমে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অর্থনৈতিক শুমারি- ২০২৪ এর মূল শুমারি কার্যক্রমের লক্ষ্যে উপজেলা শুমারি স্হায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।”অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”এই শ্লোগানকে সামনে রেখে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন।
স্বাগত বক্তব্যে পরিসংখ্যান অফিসার বলেন,আগামী ১০ হতে ২৬ শে ডিসেম্বর দেশব্যাপি শুরু হতে যাচ্ছে অর্থনৈতিক শুমারি,এই শুমারিতে অত্র উপজেলায় ১২৪ জন গণনাকারি এবং ২৩ জন সুপার ভাইজার তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত থাকবে,নতুন বাংলাদেশ বিনির্মাণে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য সঠিক তথ্য দিয়ে শুমারি কর্মীদের সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণীসম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ, সমাজসেবক অফিসার ইমাম হাসান শামীম, অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা,একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন,বাজার বণিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, আব্দুর রশিদ, মেজর আলী বিশ্বাস আনসার ভিডিপির অফিসার রাজিব আহমেদ,প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন সহ সাংবাদিক বৃন্দ।