মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্ -জোহুরা সভাপতিত্বে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচিত বিষয় ছিল, উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি উপজেলা সম্প্রীতি সমাবেশ, উদ্বুদ্ধকরণ সভা,জনসচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে বিদ্যমান আন্তধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসঙ্গত রাখাসহ অসাম্প্র প্রদায়িক চেতনাই ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে সচেষ্ট থাকবে।
এছাড়া ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ কল্পে প্রয়োজনীয় প্রচার ও সতেনতামূলক কার্যক্রম গ্রহণ করবে । মসজিদ মন্দির গির্জা প্যাগোডাসহ সকল উপাসনালয়ে নিরাপত্তাবিধানে কার্যকর সহায়তা প্রদান করবে। সকল ধর্মীয় উৎসব যথাযথভাবে গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপনের পরিবেশকে অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বিভিন্ন ধরনের শান্তি ও সৌহার্দের বানী সমূহ প্রচারের ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসের, সানজীদা রহমান রিক্তা, সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, ওসি তদন্ত মিজানুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, চেয়ারম্যান বাবলু হোসেন, অধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, মসজিদের ইমাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ডলি খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা , মোহনপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি আর কে রতন, সাধারন সম্পাদক কমল কুমার সরকার কমিটির সদস্যবৃন্দ।