মোহনপুরে এম.পি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


মোহনপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে মোহনপুর উপজেলার মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে এম.পি কাপ এক দিনের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী মৌগাছী ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত খেলার পুরুস্কার বিতরন অনুষ্ঠানে আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ , চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস,ইউনিয়ন সভাপতি আব্দুস সবুর, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী, ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহাবুব আলম তোতা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম,ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

খেলায় মৌগাছি ক্রিকেট ক্লাবের মোকাবিলা করে বাটুপাড়া ক্রিকেট ক্লাব।এতে জয়লাভ করে বাটুপাড়া ক্রিকেট ক্লাব।