মোহনপুর প্রতিনিধি : মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ নভেম্ব্র ) বেলা ১১ টায় উপজেলা চত্তরে ২০২২-২৩ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৫০০ জন কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি বীজ ,ডিএপি ১০ কেজি, ১০ কেজি এমওপি ও বিনামূল্যে বিতরণ করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা।
সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াঙ্কা দাস সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রহিমা খাতুন ।
এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ সহকারী প্রকৌশলী হাসানুল ইসলাম ফারুক,সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বজলুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাজান আলী,মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।