মোহনপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


মোহনপুর প্রতিনিধিঃ ”আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে   উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন।স্বাগত বক্তব্য প্রদান করেন  মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানা।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  আব্দুস সালাম।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) জাহিদ বিন কাশেম, ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, সহকারী শিক্ষক ( ইসলাম শিক্ষা) সাইফুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেল প্রমুখ।