মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের তশোপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলার কালুঘাটি গ্রামের কানন ইসলাম বাঁধনের ছেলে সাফিউন (২ বছর ৬ মাস)পানিতে ডুবে আজ ১৫ই নভেম্বর শুক্রবার সকাল ১১.০০ দিকে মারা যায়।
জানা যায়,কয়েক দিন আগে তার নানার বাড়ি মোহনপুর থানাধীন তশোপাড়া গ্রামে বেড়াতে আসে,শুক্রবারে সকালে মৃতঃ সাফিউন ক্রিকেট ব্যাট বল নিয়ে খেলা করছিলো, এক পর্যায়ে বলটি নানার বাড়ির পাশে ছোট ডোবায় বলটি পড়ে যাওয়ায় সাফিউন বলটি তুলতে গেলে পানিতে ডুবে যায়।এক পর্যায়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করলে ছোট ডোবাতে ছেলেটিকে ভেসে থাকতে দেখেতে পায়।সাথে সাথে ছেলেটিকে উদ্ধার করে স্হানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।
থানায় যোগাযোগ করা হলে,মোহনপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আছের আলী বলেন,এই বিষয়ে থানায় একটা ইউডি মামলা হবে।