মোহনপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় কর্মহীনদের হাতে প্রধানমন্ত্রী উপহার মানবিক সহায়তা বিতরণ করেন ৬ নং জাহানাবাদ ইনিয়ন পরিষদ । সোমবার সকাল ১০টায় রাজশাহীর মোহনপুর জাহানাবাদ ইউনিয়ন পরিষদ চত্তরে ৯টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী উপহার মানবিক সহায়তা ভিজিএফ কার্ডধারী ১ হাজার ৪শত ৯২ টি পরিবারের মধ্যে ৪শ’ ৫০ টাকা এবং জি আর ৫০০ জনের মাঝে নগদ ৫শত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয় ।
ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খান এ সময় উপস্থিত থেকে এসব নগদ অর্থ সুবিধাভোগীদের হাতে তুলে দেন। ট্যাক কর্মকর্তা দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, সচিব এনামুল হক,ইউপি সদস্য আব্দুর রশিদ, শহিদুল ইসলাম।