মোহনপুরে  বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা 


মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলায়  বুধবার ( ১৩ই সেপ্টেম্বর ) বিকালে দলীয় কার্যালয়ে বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল,ও ছাত্রদলের আয়োজনে আগামী ১৭ই সেপ্টেম্বর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব-অর-রশিদ।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক এ্যাড,সৈয়দ শাহিন শওকত।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন নয়ন,মাহাফুজুর রহমান রিটন,কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলার ছাত্রদলের সদস্য সচিব আলামীন,সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন,জেলা যুবদলের দলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল,মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম বকুল,বিএনপি নেতা আব্দুল কাদের,সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন,সদস্য সচিব বাচ্চু রহমান, কেশর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো,সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।