মোহনপুরে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত


মোহনপুর প্রতিনিধি: করোনা সংক্রামন এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন ও মোহনপুর থানা পুলিশ নানামুখী কার্যক্রম জনসাধারণকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগনকে সচেতন করা সহ ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছে।

 

মোহনপুর থানা পুলিশের সহায়তায় মোহনপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন এসব অভিযান পরিচালনা করছেন। রবিবার সকাল থেকে মোহনপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সানওয়ার হোসেনের নেতৃত্বে মোহনপুর উপজেলার বিভিন্ন স্থানে এবং কেশরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান সরকারি নির্দেশ উপেক্ষা করায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

এছাড়া মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানওয়ার হোসেন এলাকায় করোনা সংক্রামন এড়াতে জনগনকে নিজ নিজ ঘরে থাকতে প্রচারনা চালায়। স্বাস্থ্য নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ভ্রাম্যমান আদালতসহ পুলিশ সদস্যরা।