
এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এই ব্যাপারে বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন,আমার এই সম্মাননা প্রাপ্তি অর্জন ইউনিয়নের সকল নাগরিকের ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দের এবং কর্মকর্তা/কর্মচারীদের।
তিনি আরও বলেন,রাজশাহী -৫৪, পবা-মোহনপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ও গরীবের বন্ধু, এমপি আয়েন উদ্দিন মহোদয় আমাকে জনগনের খেদমত ও কল্যানের জন্য যে, দ্বায়িত্ব দিয়েছেন সেটা যেন আমি সারাজীবন নিষ্ঠার সাথে পালন করতে পারি।এবং আমাদের মোহনপুর উপজেলায় সকল কার্যক্রম গুলো এত দ্রত গতিতে সম্পূর্ণ হয়েছে বা হচ্ছে, সেগুলো খুবই মনোমুগ্ধকর ও দৃষ্টি নন্দন।আমি আশাকরি আবারও আগামীতে মাননীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি মহোদয় পবা মোহনপুরের নৌকার মাঝি হয়ে মোহনপুরের সকল মানুষের কল্যানে কাজ গুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে আরও তরান্বিত হবে।