মোহনপুরে সিসিডিবি’র উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ


মোহনপুর প্রতিনিধি:  বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি আয়োজনে অসহায়, দুঃস্থ, শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে সিসিডিবি কার্যালয়ের হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদ বিন কাশেম।

 

বিশেষ অতিথি ছিলেন শাখা ব্যবস্থাপক রাজেম উদ্দিন, হিসাব রক্ষক বিদ্যুৎ কুমার, মাঠ সংগঠক জাহিদ হাসান, আবু সাইদ বাবু মিয়া। সভাপতিত্ব করেন এলাকা সমন্বয়কারী রঞ্জিত কুমার সাহা। অনুষ্ঠানে ৫০ জন অসহায়, দুঃস্থ, শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল তুলে দেয়া হয়।

 

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বাল্য বিবাহ নিয়ে ও করোনা সচেতন বিষয়ে আলোচনা করে পাশাপাশি সন্তানদের সু-শিক্ষিত করে গড়ে তোলার বিষয় তুলে ধরে বিভিন্ন পরামর্শ দেন।