মোহনপুরে হেকেম (বাংলাদেশ) লিঃ কোম্পানির রিটেইলার ও কৃষক সমাবেশ


মোহনপুর প্রতিনিধ:  রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছি কলেজে বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীলংকান বহুজাতিক কোম্পানি হেকেম (বাংলাদেশ) লিঃ এর উদ্যোগে রিটেইলার ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হেকেম (বাংলাদেশ) লিমিটেড এর পরিবেশক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আগত রিটেইলার ও মডেল কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেকেম (বাংলাদেশ) লিমিটেডের এরিয়া সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার কৃষিবিদ মোঃ রাসেল সিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট টেরিটরি অফিসার মোঃ রফিকুল ইসলাম, তানোরের সেলস অফিসার আব্দুল আলিম। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহনপুরের সেলস অফিসার মোঃ রিপন আলী।

অনুষ্ঠানে আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদনে জৈব ছত্রাক নাশক ট্রাইকষ্ট ১% ডব্লিউ পি এর ব্যবহার সহ হেকেম (বাংলাদেশ)লিঃ এর সকল পন্য ব্যবহারে পরামর্শ প্রদান এবং রিটেইলারদের সাথে ব্যবসায়িক আলোচনা করা হয়।