মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৯জন। তারা হলেন ১ নম্বর ওয়ার্ডে একরামুল হক (বিএনপি সমর্থক), ২ নম্বর ওয়ার্ডে কফিল উদ্দিন (আওয়ামীলীগ), ৩ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান বকুল (বিএনপি), ৪ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব নজরুল ইসলাম (বিএনপি) ৫ নম্বর ওয়ার্ডে ছাবের আলী মন্ডল (আওয়ামীলীগ), ৬ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান (বিএনপি) ৭ নম্বর ওয়ার্ডে আবদুস সাত্তার ম-ল (আওয়ামীলীগ), ৮ নম্বর ওয়ার্ডে আসলাম উদ্দিন (আওয়ামীলীগ) এবং ৯ নং ওয়ার্ডে বাবুল আকতার (বিএনপি)।
তাদের মধ্যে প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন ০১ নম্বর ওয়ের্ডর একরামুল হক, ৬ নং ওয়ার্ডের হাফিজুর রহমান, আসলাম উদ্দিন ও বাবুল আকতার।
এছাড়াও সংরক্ষিত নারী আসনের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে সেলিনা বানু, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নাসিমা খাতুন (চশমা প্রতিক) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ঝরনা খাতুন (চশমা প্রতিক) নির্বাচিত হয়েছেন।