মোহনপুর সংবাদদাতা: মোহনপুর উপজেলার ২০২৩-২০২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ( টি আর- নগদ টাকা) কর্মসূচির আওতায় প্রথম পর্যায় উপজেলা ভিত্তিক মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের রাস্তা এইচবিবি করন ২ লক্ষ ৫৬ হাজার ৮শত টাকা বরাদ্দ অনুমোদিত হয় ৩১/১০/২০২৩ তারিখে।
১ম কিস্তির বরাদ্দের বিপরীতে অনুমোদিত প্রকল্পের কাজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত চলতি অর্থবছরে জুন সময়সীমা সম্পন্ন করতে হবে। এর কারণে পবিত্র ঈদুল আযহা আগের দিন রবিবার বিকালে তড়িঘড়ি করে কলেজ (ভার প্রাপ্ত ) অধ্যক্ষ আব্দুল মান্নানের নির্দেশে ইউপি সদস্য মোস্তফা কামাল পাপুল দায়সারাভাবে কলেজের মূল ভবণের প্রবেশ পত্রে পুরাতন ভাংরি নিম্মমানের ইট দিয়ে কাজ করছিল এমন সময় গণমাধ্যম কর্মী উপস্থিত হয়ে ছব্ওি ভিডিও ধারন করলে দ্রুত মাটি খুড়ে রেখে শ্রমিক নিয়ে প্রকল্পের স্থান হতে দ্রুত সটকে পড়েন।
বাকশিমইল ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা কামাল পাপুল বলেন, নিম্নমানের ইট দিয়ে কাজ হচ্ছিলো সত্য। এখন ভালো মানের ইট দিয়ে কাজ করা হবে। আমি এক নেতা কাজ করছিলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি আমি খোজ নিয়ে দেখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে প্রকল্পের কাজ চলছে জানামাত্রই ব্যবস্থা নেয়া হবে। নিম্নমানের সামগ্রী অপসারণ করা হয়েছে এবং সঠিক জিনিস দিয়ে দ্রুত কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। তা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।