বগুড়া সংবাদদাতা: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রতিবাদী মানুষের উপর হামলা ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল রবিবার বিকালে বগুড়ার গাবতলী থানা-পৌর যুবদল ও স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে চকবোচাই বন্দরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে অংশ নেন থানা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, পৌর যুবদলের আহবায়ক কাউন্সিলর হারুন অর রশিদ হারুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, যুবদল নেতা সোহাগ, মতি, মিনহাজ,সম্রাট, টপি, মোস্তা, নুর, আশরাফুল, সুমন, মহিদুল, লুৎফর, বাবু, পোটল, মমিন, হাসানুর, রেজাউল, রেজা, মানিক, বেলাল, কামরুল, জনি, সুমন, আরমান, নুহু, জামিল, লিটন, বাদল, জলিল, সুমন, মালেক, নুরআলম, লতিফ, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরকার পবন, যুগ্ম আহবাযক আব্দুর রহমান লেমন, সদস্য সনজু মিয়া, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন, এমআর হাসান পলাশ, মোহন, সাখাওয়াত, বিপ্লব, এসআর আল আমীন, শাকিল, রিয়ন, আশিক, হাসান, মান্নান, জুয়েল, আকাশ, জাহিদ, মোজাহিদ ও ইমন প্রমূখ।