রংপুর নগরীতে কনফিডেন্স সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন


রংপুর প্রতিনিধি:  রংপুর নগরীর পার্বতীপুরে সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান কনফিডেন্স সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিস, আবাসিক ভবন, কনফিডেন্স টাওয়ার ও টপ-টেন টাওয়ারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন রংপুর বিভাগীয় ও জেলা সমবায় কর্মকর্তারা।

আজ বুধবার সকালে নগরীর ১৭ নং ওয়ার্ডের পাবর্তীপুর বাঁধন ট্রের্ডাসের মোড়ে অবস্থিত কনফিডেন্সের সমবায় ভিত্তিক আবাসিক প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সরেজমিনে পরিদশন করেন রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ আবুল বাশার। এসময় রংপুর জেলা সমবায় অফিসার আমিনুল ইসলাম ও রংপুর সদর উপজেলা সমবায় অফিসার ফরিদ উদ্দিন সরকারসহ সমবায় বিভাগের কর্মকর্তারা তাঁর সাথে ছিলেন। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


এছাড়াও উপস্থিত ছিলেন কনফিডেন্স সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা মো: আফজাল হোসেন, সভাপতি আব্দুল মতিন, ক্যাশিয়ার আব্দুল ওহাব, কার্যকরী সদস্য আলতাব হোসেন, ফেরদৌস দৌল খান, হায়দার আলী প্রমুখ। পরে তারা সমবায় ভিত্তিক প্রকল্পের অধীনে সহজ কিস্তিতে ফ্লাট বরাদ্দ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এসময় সমবায় কর্মকর্তারা কনফিডেন্স সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিভিন্ন সমবায় ভিত্তিক কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানটির ভবিষৎ সফলতা কামনা করেন।