মো.পাভেল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাসদ রাজশাহী মহানগর সংখ্যালঘু ও আদিবাসী বিষয়ক সম্পাদক মানিক কুমার সরকারের ভাই রবি কুমার সরকার(৫৫) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।
আজ সোমবার (১৪ নভেম্বর) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও আমিরুল কবির বাবু রবি কুমার সরকার এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,সোমবার রাত ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে পরলোক গমন করেন রবি কুমার সরকার।