রাকাব-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারী ২০২১ তারিখ দুপুর ১:০০ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর প্রধান কার্যালয় চত্ত্বরে দিনটির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগ এর মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস।

 

এসময় রাকাব প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক/বিভাগীয় প্রধান; এইসিপি’র প্রকল্প পরিচালক; ব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) এর নেতৃবৃন্দসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।

 

একই সময় রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ এস এম আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ ফজলে রাব্বী এছাড়া আরোও উপস্থিত ছিলেন রাকাব সিবিএর সহঃসাধারণ সম্পাদক আশরাফুল হক নিজামী, অর্থ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিঠুন রায়, দপ্তর সম্পাদক আনোয়ার সাদাৎ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

পরবর্তীতে বঙ্গবন্ধুর অঙ্গনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাকাব প্রধান কার্যালয় মসজিদের পেশ ঈমাম জনাব মোঃ সাইদুর রহমান।