রাজশাহী ব্যুরো : রাজশাহী নগরীতে কঠোর লকডাউন চলমান রয়েছে। তবু কিছুতেই থামছেনা করোনার সংক্রামণ। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে আরও ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ৯ জন পজেটিভ এবং ১৬ জনের উপসর্গ রয়েছে। আর নতুন ভর্তি হয়েছে ৭০ জন রোগী। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ৪৫৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৫ জন রোগী মৃত্যু বরণ করেছেন।
রাজশাহী জেলার ১২ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ জন, নাটোর ৫ জন, চুয়াডাঙ্গা এবং নওগাঁ ২ জন রয়েছেন। ১৮৮ জনের করোনা টেস্ট করা হয়েছে এরমধ্যে ৬০ জনের পজেটিভ হয়েছে।