রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৭৭ জন কোভিড-১৯ আক্রান্ত


বিজ্ঞপ্তি : গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ৭৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৬৭০০ জন প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হলেন।

 

রাজশাহ সিভিল সার্জনের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ১০ জনসহ এ পর্যন্ত মোট ৫৯৫১ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় ০১ জনের মৃত্যু হয়।

 

এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৭ জন।  বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৯২ জন।