রাজশাহীতে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে র‌্যাব-৫


স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে র‌্যাব-৫। সোমবার রাতে মহানগরীর রেলওয়ে ষ্টেশন এলাকায় ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

কম্বল বিতরণ শেষে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, রাজশাহী অঞ্চলে প্রতি বছরই বেশী শীত পড়ে। তাই শীতার্ত ও ছিন্নমূল মানুষের কষ্টের কথা ভেবে তাদের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের জনসেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে, র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর নাজমুস সাকিব, পুলিশ সুপার নাজনিন, ফ্লাইট লে. মারুফ ও এএসপি সঞ্জয় কুমার উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ কার্যক্রম চলাকালে প্রায় শতাধিক ছিন্নমুল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।