রাজশাহীতে ট্রেনের নিচে পড়ে প্রতিবন্ধ যুবকের মৃত্যু


স্টাফ রিপোর্টার:  রাজশাহীতে ট্রেনের ইঞ্জিনে ভ্রমণ করার সময় ছিটকে পড়ে বুদ্ধি প্রতিবন্ধি দীপ বাবু নামের এক যুবক নিহত হয়েছে। রোববার সকালে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে। দীপ বাবু রাজশাহী নগরীর হেতেমখাঁ হরিজান এলাকার আমির লালের ছেলে।

রাজশাহী রেলওয়ে থানার এস আই সাহাদত হোসেন জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুর গামী আই.আর নোকাল ট্রেন থেকে ছিটকে পড়ে দীপ বাবু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।