রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে থেকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ভুর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হবে। ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রয় করা হবে। ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সাথে ছোলা যুক্ত করে বিক্রয় করা হবে। রাজশাহীতে সিটি কর্পোরেশন এলাকায় ৫৫ হাজার পরিবার এবং উপজেলা ও পৌরসভার এলাকায় ১ লাখ ৪৪ হাজার ১৪০ জনকে ভুর্তকি মূল্যে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হবে।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল জলিল এসব তথ্য জানান।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল কিনতে পারবেন। দাম পড়বে প্রতি লিটার তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫০ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম পড়বে ৬৫ টাকা। দ্বিতীয় পর্যায়ে এই প্যাকেজর সাথে ২ কেজি ছোলা যুক্ত করে বিক্রয় করা হবে। কাল তিনটি পয়েন্টে বিক্রির মাধ্যমে এর উদ্বোধন করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান উপলক্ষে যে মানবিক উদ্যোগ নিয়েছেন তাতে উপকারভোগীরা যেমন উপকার পাবেন একইসাথে বাজার নিয়ন্ত্রণেও এ উদ্যোগ জোরালো ভূমিকা পালন করবে। সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ের নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা এ সুবিধা ভোগ করবেন। তাদের সবার কাছে ইতিমধ্যে এসব কার্ড পৌঁছানো হয়েছে।