রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ১ ব্যক্তিকে আটক করেছে আরএমপি ডিবি


রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা হতে দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ ছয়ফুল ইসলাম ও তার টিম চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলো। এসময় তাদের কাছে একটি গোপন সংবাদ আসে, রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামে বসত বাড়ীর মধ্যে কতিপয় সন্ত্রাসী অবৈধ অস্ত্র, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করছে।

 

উক্ত সংবাদের প্রেক্ষিতে আজ ২৬ এপ্রিল ২০২১ রাত ১১.১৫ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। সেই সাথে ১ জনকে আটক করে।

আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া মোঃ রাব্বুলের ছেলে মোঃ রুবেল (৩৫)। আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, মাদক ও মারামারির একাধিক মামলা রুজু আছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।