নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ‘জাগছে নতুন পৃথিবী উদ্যমী আমরাও’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে দৈনিক আমাদের সময় এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয় মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভার মধ্যদিয়ে দেশের জনপ্রিয় এই দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ‘দৈনিক আমাদের সময়’র এর রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জুবাইয়া আয়েশা সিদ্দীকা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার (ডিসি) সাজিদ হোসেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার অনন্য দৃষ্টান্ত দৈনিক আমাদের সময়। রাজশাহীতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও উন্নয়ন সাংবাদিকতা তথা রাজশাহীর ভাবমূর্তি তুলে ধরে চলেছে অবিরাম। ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক আমাদের সময় পরিবারকে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
এর আগে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহা. আব্দুল খালেক, রাজশাহী কেন্দ্রীয় কিশোর পাঠাগারের সত্ত্বাধিকারী সোহাগ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহ রাজশাহীর বিভিন্ন গণমাধ্যম, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন রাজশাহীতে দৈনিক আমাদের সময়কে ফুলেল শুভেচ্ছা জানায়।