নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরী সংলগ্ন পদ্মা নদীচরের ভূমি উন্নয়ন করে রিভার সিটি তৈরির সম্ভাব্যতা এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পদ্মা নদীচরের ভূমি উন্নয়ন করে বিভিন্ন অবকাঠামো সহ বিনোদন কেন্দ্র তৈরির সম্ভাব্যতা এবং বর্জ্য থেকে জ¦ালানি তৈরি বিষয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট্রেশন উপস্থাপন করেন আমেরিকার জিব্রাল্টার কোম্পানির আর্কিটেক্ট উম্মে হাবীবা, এর প্রিন্সিপাল পার্টনার এ.কে.এম আমিনুর রশিদ ও সিনিয়র আর্কিটেক্ট ফারজানা নজরুল। এ সংক্রান্ত বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অংশ নেন মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, রাসিকের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাসার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম প্রমুখ।