রাজশাহীতে প্রতিবন্ধি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর পশ্চিম টলিপাড়া ক্লাব প্রাঙ্গণে এসডিডি প্রকল্প কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধিদের হুইল চেয়ার, খেলাধুলা সামগ্রী ও ছাগল বিতরণ করা হয়।
এ সময় রাজশাহী শহর সমাজ সেবা অফিসার মোঃ শফি মাহম্মদ, কারিতাস কর্মকর্তা মি. স্বপন এল গমেজ, রাসিক উন্নয়ন কমিটির সভাপতি মি. এভারিষ্ট হেমব্রম, রাসিক প্রতিবন্ধি নরী ফেরামের সভানেত্রী শিলা মুরমু, মন্ডুমালা ধর্মপল্লীর ফাদার পল কস্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।