নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে করোনা ভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (১০ মে ২০২১ ইং) দুপুরে রাজশাহী রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধানমন্ত্রীর পক্ষে এ উপহার হাতে তুলে দেন। উপহার হিসেবে প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, আপনারা হতাশ হবেন না সরকার সব সময় জনগণের পাশে আছে। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
উপহার বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চন্দ্র, রাজশাহী জেলা হিজড়া সংগঠন দিনের আলোর সভাপতি মোহনাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের উপহার পেয়ে সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।