রাজশাহীতে মহান বিজয় দিবস পালিত


স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে রাজশাহীতে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। রাজশাহী কলেজ শহীদ মিনারে এই দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
সকাল সাড়ে ৭ টার দিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে যাদের মহান আতœত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনন্সিটিটিউট (ডিকেআইবি) ও ডিপ্লোমা এ্যাসেসিয়েশন অব বাংলাদেশ এগ্রিকালচারস্টি (ডি-এ্যাব) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) মোঃ জসিম উদ্দিন, রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল আলম টিপু, সাধরণ সম্পদক আব্দুস সালাম শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান এবং অঞ্চল শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধরণ সম্পদক মোঃ শামীম রেজা সহ জেলা ও অঞ্চল শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।