স্টাফ রিপোটারঃ রাজশাহীতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহীর শ্যামপুরে অবস্থিত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ জাহেরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী শেখ মোঃ ফজলুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নুর এ আলম সিদ্দিকি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।