রাজশাহীর বাজারে কমতে শুরু করেছে ইলিশের দাম


শুক্রবার রাজশাহীর বাজার গুলোতে ঘুরে দেখা যায় ইলিশ মাছের আমদানি বেশ প্রচুর। হাতের নাগালে দাম থাকায় বিক্রি ও হচ্ছে প্রচুর।
রাজশাহী সালবাগান ও সাহেব বাজার মাছপট্টিতে দেখা যায়, ১ কেজির উপরে বড় সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮৫০-৯৫০ টাকা কেজি দরে।আর মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে (৭৫০-৯০০ গ্রাম) ওজনের ৭০০-৮০০ টাকা কেজি আর ছোট সাইজের ইলিশ (৫০০-৭০০ গ্রাম) বিক্রি হচ্ছে ৪৫০-৫৫০ টাকা কেজি দরে!
 এক মাছ ব্যাবসায়ী হাসান জানান, এখন ইলিশ মাছ ধরার মৌসুম চলছে। আর এবার মাছও ধরা পড়ছে প্রচুর। তাই মাছের দামও অনেকাংশে কম। গত ৪-৫ বছরে এত কম দামে ইলিশ মাছ বিক্রি করিনি। মাছ ক্রেতা শফিক বলেন, ইলিশ হল বড়লোকদের মাছ, আমরা মধ্যবিত্তরা চাইলেই ইলিশ খেতে পারি না। তবে এইবছর ইলিশের দাম কম থাকায় খেতে পারছি!
জানা যায়, ইলিশের প্রজনন সময়ে মাছ ধরার উপর কড়াকড়ি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কারনেই এবার প্রচুর ইলিশ ধরা পরছে!। সঠিকভাবে নিয়ম মেনে মাছ ধরা হলে  আগামীতে আমরা এর আরও সুফল ভোগ করতে পারবো বলে মৎস বিশেষজ্ঞরা মনে করেন!