রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায়  কীটনাশক ব্যবসায়ী নিহত


মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার ৫নং বাকশিমইল ইউনিয়নের খাঁড়ইল গ্রামের মৃত  আব্বাদুর এর ছেলে দুলাল হোসেন(৪৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তিনি মৌগাছী কলেজের প্রিন্সিপাল সামসুজোহা বেলালের ছোট ভাই।
এলাকা সূত্রে জানা যায়,গত ০১( নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময় রাজশাহী -টু নওগাঁ আঞ্চলিক মহাসড়ক উপজেলার তেঁতুল তোলা মোড়ের খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার পাশ দিয়ে পথ চলা অবস্হায় এক মোটরসাইকেল আরোহী দুলালকে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে  ধাক্কা  দিলে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যায়, পরে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান।