রাজশাহী আগমনে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন মেয়র লিটন


নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেড গ্রাউন্ডে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে বিমানযোগে রাজশাহীতে এসে পৌছেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।

 

শনিবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর বিমানবন্দের ভিআইপি ওয়েটিংরুমে সংক্ষিপ্তভাবে মতবিনিময় করেন তাঁরা।

 

উল্লেখ্য, আগামীকাল রবিবার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেন্ড গ্রাউন্ডে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ (ভার্চুয়াল) করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমী প্রান্তে উপস্থিত থেকে সভাপতির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।