রাজশাহী কোর্ট জামে মসজিদের পরিচালনা পরিষদের আজীবন সদস্য হলেন মেয়র লিটন


বিজ্ঞপ্তি: রাজশাহী কোর্ট জামে মসজিদের পরিচালনা পরিষদের আজীবন সদস্য হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুরে নগর ভবনে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এ সংক্রান্ত পত্র রাসিক মেয়রের হাতে তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান। মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অবহিতকরণপত্রে উল্লেখ্য করা হয়,‘ আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আপনার সুবিবেচিত সম্মতিতে রাজশাহী কোর্ট জামে মসজিদের পরিচালনা পর্ষদের ১০ এপ্রিল ২০২১ তারিখে অনুষ্ঠিত ০৮তম সভায় আপনি মসজিদের আজীবন সদস্য মনোনিত হয়েছে।

 

আমরা বিশ্বাস করি আপনার পরিকল্পনা মসজিদ পরিচালনায় নতুনত্বের দ্বার উন্মোচন করবে। আপনাকে আজীবন সদস্য হিসেবে পেয়ে আমরা আনন্দিত ও মুবারকবাদ জ্ঞাপন করছি।