রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ


স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. আবদুল খালেক সহ উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার ( ১৭ জানুয়ারী) নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের নিকট সৌজন্য উপহার প্রদান করেন প্রফেসর ড. আবদুল খালেক।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে মতবিনিময় করেন প্রফেসর ড: আবদুল খালেক।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ মোন্ডল, সহ-সাধারণ সম্পাদক মইনউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সাজামুল ইসলাম, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক ড. আজিজুল আলম ও নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ( পিআরও) জনাব আলী।