নিজস্ব প্রতিবেদক: শহীনদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ রাজশাহী জেলা শাখা বিস্তর কর্ম সুচি পালন করেছে। সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভুমিতে বুদ্ধিজীবীদের স্মরণে বিন্ম্র শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। পরে নিরবতা পালন ও দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন, জেলা মহিলা লীগের সহ-সভাপতি নূরজাহান, গোদাগাড়ী উপজেলা মহিলা লীগৈর সাধারণ সম্পাদক কৃষ্ণা দেবী সহ প্রমুখ।