বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সেই সাথে ২ ব্যক্তিকে আটক করেছে। আরএমপি ডিবি’র এসআই মোঃ রবিউল ইসলাম ও তার টিম রবিবার(২৫ এপ্রিল) বিকেল ৫ টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি পলিথিনের মধ্যে হতে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সেই সাথে ২ ব্যক্তিকে আটক করে।
আটককৃত হলো রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনীর মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ তারেক রহমান(৩২) ও ছোট বনগ্রাম পূর্বপাড়ার মোঃ মিজানের মেয়ে মোসাঃ সুরুত জাহান আক্তার।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।