স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে গত ১৯ জুলাই ২০২৪ নগরীর ভূবনমোহন পার্কের সামনে বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় এজাহার এক নামীয় আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির ইসলাম খান অয়ন (৩৫)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ পানবর এলাকার মৃত নিজামুল ইসলাম খান অথেলের ছেলে।
গতকাল ১৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর সোয়া ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার নিউ মার্কেট এলাকা থেকে আসামি সাব্বিরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।