স্টাফ রিপোর্টার :আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকায় বিএনপি দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মো: ইব্রাহিম শেখ উজ্জল (৪৩) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড় কুঠি পাড়ার মৃত চাঁদ মোহাম্মদের ছেলে। সে ১২নং ওয়ার্ড যুবলীগের নেতা।
আজ ৩০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াইটায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি ইব্রাহিম শেখ উজ্জলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।