রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে আবু কালাম সিদ্দিকের যোগদান


রাজশাহী ব্যুরোঃ মো: আবু কালাম সিদ্দিক আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি ডিআইজি (কাউন্টার টেরোরিজম) এর দায়িত্বে ছিলেন। ১৯৯৮ সালে ১৭ তম বিসিএস এর মাধ্যমে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

চাকরির শুরুতে তিনি প্রথমে নেত্রকোনায় এএসপি এবং পরে আর এম পি তে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সুপার হিসেবে তিনিশরীয়তপুর পটুয়াখালী দিনাজপুর জয়পুরহাট ও খাগড়াছড়ি জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও চট্টগ্রাম জেলা, রেপিড একশন ব্যাটালিয়ন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সহ বিভিন্ন ইউনিট এ দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ সদরদপ্তরে এআইজি এবং ঢাকা বিভাগে অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ বিষয় টি নিশ্চিত করে বার্তা পাঠিয়েছেন,মো: ইফতে খায়ের আলম,অতিরিক্ত পুলিশ সুপার( সদর), রাজশাহী।