রাতে প্রাইভেট কার থেকে নেমে দুই চোর আন্টির কাণ্ড!


অন্তর্জালে ভাইরাল হওয়া এক ভিডিওতে দুই নারীর কাণ্ড দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। ক্যামেরার তাঁদের চুরি ধরা পড়েছে। কিন্তু কী চুরি করেছেন, জানেন?

ইন্ডিয়া ডটকমের খবর, ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ার করা হয়েছে এক মিম পেজ থেকে। সেখানে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৬ হাজারের বেশি ভিউ হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাতে রাস্তার পাশে একটি গাড়ি থেমে আছে। বাইরে গোলাপি শাড়ি পরা এক নারী হেঁটে যাচ্ছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন কালো শাড়ি পরা আরেক নারী। গোলাপি শাড়ি পরা নারী চারপাশ পর্যবেক্ষণ করছেন।

এমন সময় হঠাৎই কালো শাড়ি পরা নারী রাস্তার পাশে লাগানো গাছের চারা টেনে তুলে নেন। এর পর জোরে হেঁটে ওই গোলাপি শাড়ি পরা নারীর সঙ্গে মিলিত হয়ে ঢুকে পড়েন প্রাইভেট কারে। পরে গাড়িটি চলা শুরু করে। পুরো ঘটনা ভিডিওতে ধরা পড়ে।

স্ক্রিনশট

ওই পোস্টে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মন্তব্যের বন্যায় ভাসান। হাসির ইমোজিও ভরে ওঠে। কেউ কেউ বলছেন, ওই দুই নারী গাড়িতে চড়ার যোগ্য নন। ভিডিওটির টেক্সটে লেখা : সরকারি গাছের চারারও নিরাপত্তা নেই!