শেখ সাইফুল ইসলাম কবির: আগামিদিন শনিবার রাত পোহালেই বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সভার সাধারণ নির্বচন। এবারের নির্বাচনে সবকটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন কর্তৃপক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, শান্তি শৃংখলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি, র্যাব ও বিজিবি পৃথক পৃথক টিম কেন্দ্র এলাকায় অবস্থান করছে। উপকূলীয় উপজেলা হওয়ায় কোষ্টগার্ড সদস্যদেরকেও নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে।
মোরেলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ জন। এরমধ্যে নারী পুরুষ প্রায় সমান সমান। ভোট গ্রহনের জন্য ৯টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। থানা পুলিশের দেওয়া তথ্য মতে সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, র্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর আনিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন গোটা নির্বাচনী কার্যক্রম মনিটরিং করবেন।