রাবিতে ‘ছাত্র রাজনীতি সংস্কার’ বিষয়ে রাজনৈতিক দলসমূহের মতবিনিময় সভা


রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাব) ‘ছাত্র রাজনীতি সংস্কার প্রস্তাবে ছাত্র নেতৃবৃন্দের বোঝাপড়া শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে ক্রিয়াশীল সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এ সভায় অংশ নেয়।
শনিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে সামাজিক সংগঠন স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খাঁন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ছাত্রদলের উদ্দেশ্য হলো ছাত্রদের দাবি আদায়ে কাজ করা। অতীতে ছাত্র রাজনীতি মানেই ছিল আধিপত্য বিস্তার করা ও সিট দখল করা। ছাত্রদল চায় নতুন রাজনৈতিক ধারা তৈরি করে রাজনীতির পরিবর্তন করতে। আমরা চাই হলে মেধার ভিত্তিতে সিট পাবে ও ছাত্ররা স্বাধীনভাবে চলাচল করবে।
কোন নেতাকর্মী অন্যায় করলে তার আইনানুযায়ী ব্যবস্থা হবে। আমরা ভুল করলে তা গণতান্ত্রিক উপায়ে ধরিয়ে দিবেন এই আহবান জানাই।
শাখা শিবির সভাপতি আব্দুল মোহাইমেন বলেন, ছোটবেলা থেকে যে রাজনীতি দেখেছি তা আমরাও নিষিদ্ধ চাই। তবে রাজনীতিই যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দেশের নেতৃত্ব কারা দিবে? আমরা ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণামূলক এবং শিক্ষার্থীবান্ধব রাজনীতি চাই।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খাঁন বলেন, শুধু ছাত্র রাজনীতির পরিবর্তন করলেই হবে না। শিক্ষকদের রাজনীতি নিয়েও ভাবতে হবে। আজ যেভাবে সকল ছাত্র সংগঠন এখানে এক স্টেজে বসে আলাপ করছে। তেমনি বিশ্ববিদ্যালয়ের যে কোন সংকটে তাদের এক স্টেজে এসে কাজ করতে হবে।
মত বিনিময় সভার সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আমরা চাই ক্যাম্পাসের সকল রাজনৈতিক সংগঠনগুলো এক প্লাটফর্মে এসে বিশ্ববিদ্যালয়ের কল্যােণে কাজ করুক। আমরা অতীতের ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পক্ষে। নতুন দেশে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই৷
সংগঠনটির সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসিন খান, রিসার্চ সোসাইটির সাবেক সেক্রেটারি সাকিবুল হাসাল, পিডিএফ এর সাবেক সভাপতি আশিকুর রহমান সোহাগ।