
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
সরেজমিনে দেখা যায়, রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দিতে রাজশাহীর আশেপাশে জেলা থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের আশপাশে এসে ভিড় জমান।
পরীক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় তাদের সময় এবং ভ্রমণ খরচ কমেছে। কেন্দ্রে পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা যথাযথ ছিল।অনেকেই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি পার করে নিজের স্বপ্ন পূরণের ১ম ধাপে পা রাখার অনুভূতি প্রকাশ ও থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়ে কিছুটা অসুবিধার কথা জানান।
পরীক্ষা দিতে আসা নুসরাত ফারিহা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আবেগ ও অনুভূতির জায়গা। কেন্দ্রে এসে কিছুটা নার্ভাস লেগেছিল কারণ অ্যাডমিশন জার্নির প্রথম পরীক্ষা।পরীক্ষার কিছু প্রশ্ন কঠিন হলেও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। “
ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক সেলিম ইসলাম বলেন, “আমার সন্তান অনেক পরিশ্রম করেছে, আজ তার সেই পরিশ্রমের ফল দেখার দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেলে তার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে। আমি তার প্রতি পুরোপুরি বিশ্বাস রাখি এবং মনে করি সে নিজের স্বপ্ন পূরণ করবে। যদি চান্স না পায়, তাও তার প্রতি আমার সমর্থন একটুও কমবে না এবং আমি আমি সন্তানের পাশে সবসময় আছি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহীতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। পরীক্ষার্থীদের জন্য পরিবেশ সুষ্ঠু রাখার চেষ্টা করা হয়েছে।”
এছাড়াও, রাজশাহী কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাবির বিভিন্ন সেবামূলক সংগঠন বি.এন.সি.সি, রোবার স্কাউটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ছিল।