আসাদুল্লাহ গালিব, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ভবনের দেয়ালগুলোতে বেপরোয়াভাবে লাগানো হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনী পোস্টার। এতে করে ভবনগুলোর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ড. মো. শহীদুল্লাহ একাডেমিক ভবন ও মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনের এবং গেটের দেয়ালগুলো বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপনে ছেয়ে গেছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি অনুষদ ভবনে এমন লাগামহীনভাবে পোস্টার লাগানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শুধু এই দুটি একাডেমিক ভবনই নয়; বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন ও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের দেয়ালগুলোতেও লাগানো হয়েছে এসব বিজ্ঞাপনী পোস্টার।
শহীদুল্লাহ একাডেমিক ভবনের একজন গার্ড নাম প্রকাশ না করে জানান, “রাতের বেলায় এসে পোস্টার লাগিয়ে চলে যায়। পরিচয় জানতে চাইলে বলে তারা আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী। আমরা অনেক সময়ই মানা করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না।”
বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগের শিক্ষার্থী হাসিব হাসান চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ভবনের গেটের অভ্যন্তরে ও দেয়ালে যেভাবে নির্বিচারে পোস্টার লাগানো হয়েছে সে বিষয়টা অত্যান্ত খারাপ এবং দৃষ্টিকটু ।এই ধরনের গর্হিত কাজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়টি নিয়ে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি।”
এদিকে, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান এ প্রসঙ্গে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের দেয়ালে এমনভানবে পোস্টার লাগানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কার নির্দেশে তারা একেবারে ভবনের অভ্যন্তরে এবং দেয়ালের গেটে পোস্টার লাগাচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিষয়টি দেখে অনতিবিলম্বে এসব পোস্টার অপসারণের জন্য উদ্যোগ নেওয়া।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, “একাডেমিক ভবনের দেয়ালে এসব পোস্টার লাগানোর কোনো সুযোগ নেই। আমরা খোঁজ নিচ্ছি কারা এগুলো লাগাচ্ছে।তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।”