রাবির কলা অনুষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু


রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইস্যুস এন্ড ডিসকোর্সেস অ্যারাউন্ড লিবারেল আর্টস্ এন্ড হিউম্যানিটিজ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সম্মেলন উদ্বোধনী পর্বে মূখ্য আলোচক ছিলেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌগত ভাদুড়ি।

সম্মেলন উদ্বোধন করে রাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে এধরনের সম্মেলনের গুরুত্ব অপরিসীম। এসব সমন্বিত গবেষণার মাধ্যমে চিন্তার জগতে নতুন ধারণা ও পথ উন্মচিত হয়। সম্মেলনে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে নবীন গবেষকেরা আরো বেশি উজ্জীবিত হন। ফলে উন্নত গবেষণার প্রসার ঘটে। এই সম্মেলন থেকেও অনুরূপ ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভারতের আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সাঞ্জয় প্রতাব সিং এবং রাবির উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর। সম্মেলনে সভাপতিত্ব করেন কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক।

রাবি কলা অনুষদের আয়োজিত এই দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, তুরস্ক ও তাজিকিস্তানের শিক্ষক ও গবেষকগণ অংশগ্রহণ করছে। এবারের সম্মেলনের ২৭টি একাডেমিক সেশনে বাংলা, ইংরেজি, আরবি, ফারসি ও উর্দু ভাষায় ২২৩টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে। এসব সেশন রাবি ক্যাম্পাসের ৭টি ভেন্যুতে চলছে।