
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে উপাচার্যের অফিস কক্ষে এ মতবিনিময় সম্পন্ন করেন তাঁরা।
মতবিনিময়কালে তাঁরা বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণাসহ প্রাসঙ্গিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
এসময় রাজশাহী বিসিএসআইআর-এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. সেলিম খান ও রাবি সিন্ডিকেট সদস্য মো. শফিকুজ্জামান জোয়ার্দ্দারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে উপাচার্য বিসিএসআইআর চেয়ারম্যানকে একটি স্মারক ক্রেস্ট উপহার দেন।